ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘গ’ ইউনিট | ২০১৩-২০১৪ সালের প্রশ্ন থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

সম্প্রতি প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ‘গ’ ইউনিট (ব্যবসায় অনুষদ) এর ২০১৩-২০১৪ সালের সমাধানসহ প্রশ্ন।

বাংলা

1. 'সেখানে ঐতিহাসিকদের আনাগোনা নাই 'হৈমন্তী' গল্পের এ বাক্যাংশে কিসের কথা বলা হয়েছে?
A. হৈমন্তীর হৃদয়
B. হৈমন্তীর বাবার মন
C. অপুর হৃদয়
D. অপুদের সংসার
E. কলকাতা

2. 'তরঙ্গ ভঙ্গ' সৈয়দ ওয়ালীউল্লাহর একটি-
A. নাটক
B. গল্পগ্রন্থ
C. উপন্যাস
D. প্রবন্ধগ্রন্থ
E. প্রহসন

3. 'যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহারা।'-এখানে বিশেষণ কতটি?
A. ৪টি
B. ৩টি
C. ২টি
D. ১টি
E. নেই

4. নিচের কোন কবিতাটি ৮ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
A. বঙ্গভাষা
B. বাংলাদেশ
C. কবর
D. সোনার তরী
E. জীবন-বন্দনা

5. 'অন্তরীপ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
A. অন্তর+ইপ
B. অন্তর+ঈপ
C. অন্ত+রীপ
D. অন্তঃ+রীপ
E. অন্তঃ+ঈপ

6. 'আশৈশব আত্মনিন্দা শুনিতেছি।'-এখানে 'আশৈশব' কোন সমাস?
A. কর্মধারয়
B. বহুব্রীহি
C. অব্যয়ীভাব
D. তৎপুরুষ
E. নিত্য সমাস

7. কোনটি দেশী শব্দ?
A. হাত
B. ধর্ম
C. দোকান
D. চোঙ্গা
E. বোতল

8. 'হাতাহাতি' কোন সমাসভুক্ত?
A. দ্বন্দ্ব সমাস
B. নিত্য সমাস
C. প্রাদি সমাস
D. কর্মধারয় সমাস
E. বহুব্রীহি সমাস

9. মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটির পূর্বনাম-
A. বঙ্গভাষা
B. কবি-মাতৃভাষা
C. চতুর্দশপদী বঙ্গভাষা
D. কবি বঙ্গভাষা
E. বঙ্গ-মাতৃভাষা

10. 'কমলাকান্তের জবানবন্দি' রচনায় ফরিয়াদি কে?
A. লেখক
B. কমলাকান্ত
C. নসীবাবু
D. রাধারানী গোয়ালিনী
E. প্রসন্ন গোয়ালিনী

11. সনেটের 'ষটক'-এর বিভাজনকে কী বলে?
A. ত্রিত্ব
B. ষষ্ঠক
C. ত্রিক
D. চতুষ্ক
E. ত্রয়ী

12. 'প্রস্রবণ' শব্দটির অর্থ কি?
A. স্রোতস্বিনী
B. নির্ঝর
C. জলপ্রপাত
D. নদী
E. তটিনী

13. কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক নয়?
A. বারিধি
B. অর্ণব
C. জলধি
D. রত্নাকর
E. তরঙ্গিণী

14. 'পৃথিবী' শব্দের বিশেষণ কোনটি?
A. পৃথ্বী
B. পার্থিব
C. ধরিত্রী
D. বসুন্ধরা
E.জগৎ

15. Horizontal শব্দের পরিভাষা কোনটি?
A. দিগন্ত
B. অনুভূমিক
C. অনুভূম
D. উল্লম্ব
E দিকচক্রবাল

16. 'একটি তুলসী গাছের কাহিনী' গল্পে কর্তৃপক্ষের নির্দেশে বাড়িতে আশ্রয় গ্রহণকারী মানুষগুলো কতদিনের মাথায় বাড়ি ছাড়ে?
A. সপ্তম দিন
B. নবম দিন
C. দশম দিন
D. চতুর্থ দিন
E. দ্বিতীয় দিন

17. 'কোলাব্যাঙ' বাগধারাটি অর্থ-
A. ঘরকুনো
B. ঝগড়াটে
C. কৃপণব্যক্তি
D. বাকসর্বস্ব
E. জঘন্য

18. 'মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল-
A. কালকেউটে
B. উদয়নাগ
C. খরিশ গোখরো
D. চন্দ্রবোড়া
E. পদ্মগোখরো

19. 'তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়।'-এ বাক্যটি কোন রচনার অন্তর্গত?
A. সাহিত্যে খেলা
B. বিলাসী
C. হৈমন্তী
D. অর্ধাঙ্গী
E. একুশের গল্প

20. 'যৌবনের গান' প্রবন্ধে নজরুল কিসের সঙ্গে নিজ-স্বভাবের মিল খুঁজে পেয়েছেন?
A. সৈনিক
B. দেশপ্রেমিক
C. নদীর স্রোত
D. বিদ্রোহী
E. বনের পাখি

21. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
A. অতি+অন্ত-অত্যন্ত
B. ষট+আনন=ষড়ানন
C. বি+ছিন্ন= বিচ্ছিন্ন
D. বাক+ধারা-বাকধারা
E. বৃহৎ+পতি-বৃহস্পতি

22. 'বঙ্গভাষা' কবিতায় ব্যবহৃত 'তপে' শব্দের অর্থ-
A. পরিতাপে
B. তাপে
C. তপস্যায়
D. তপোবনে
E. তাপহীনে

23. শুদ্ধ জোড় চিহ্নিত করঃ
A. বাত্যা: সংবাদ
B. বিহঙ্গ: ললনা
C. আত্মজা: কুন্তল
D. ললাট : ওদন
E. অগ্নি: সর্বভুক্ত

24. মল্লিকদের বাগানে কোন ফুলগাছ গোলাপি ফুলে আচ্ছন্ন ছিল?
A. কুরচি গাছ
B. কামিনী গাছ
C. কাঞ্চন গাছ
D. কবরী গাছ
E. কনকচাঁপা গাছ

25. 'কুশলীব' শব্দের অর্থ-
A. অভিনয়
B. অভিনেতা
C. অভিনয়-জগৎ
D. অভিনীত
E. অভিনয়যোগ্য

Answer Keys: 1.C 2.A 3.B 4.D 5.E 6.C 7.D 8.E 9. B
10.E 11.A 12.B 13.E 14.B 15.B 16.C 17.D 18.C 19.D
20.E 21.E 22.C 23.E 24.C 25.B

ENGLISH

1. The antonym for 'delicious' is:
A. appetizing   
B. scrumptious
C. displeasing  
D. dainty
E. toothsome

2. A dolphin ___ a porpoise in that it has a longer
nose.
A. different   
B. differs
C. different from 
D. differs from
E. differs than

3. The people of Quebec have been considering ___ 
themselves from the rest of Canada.
A. to separate 
B. separating
C. separated 
D. separate
E. to be separate

4. 'A piece of cake' means
A. A task that can be accomplished very easily
B. A very mild punishment
C. A result that is still unclear and can go either way
D. A hidden or secret strength
E. A kind, innocent and mild mannered person

5. Identify one of the underlined words or phrases that must be changed in order for the sentence to be correct:

He made me sit down, and he was tying the string of the new rubber apron tightly around my

                 A                                    B                                                               C                               D

neck, and combed up my hair.

                       E

6. Taking the time to eat a good breakfast is a simple
way to make the morning ___ and the day ___ .
A. best, easiest 
B. ease, easy
C. easy, easier 
D. better, easier
E. well, at ease

7. He was happy to be ___ friends.
A. between 
B. middle of 
C. along
D. into 
E. among

8. While going to the class ___ .
A. the dog bit me 
B. a dog bit me
C. a dog bite me 
D. I was bitten by a dog
E. A dog had bitten me

9. Which one of the following words is spelt incorrectly?
A. repercussions 
B. examplification
C. sausage 
D. cigarettes 
E. grammatical

10. Despite the lack of evidence, politicians ___ blaming the media for violence.
A. cannot resist 
B. will not have resisted
C. may not resist 
D. should not resist
E. do not resist

11. Choose the correct preposition: Do you know the solution ___ the economic crisis?
A. at 
B. for 
C. on
D. to 
E. about

12. The word 'off-spring' means
A. Twins 
B. Children 
C. Strength
D. Winter 
E. Fountain

13. It is high time we ___ the people conscious about our national interest.
A. should make 
B. will make 
C. must make
D. have to 
E. made

14. What is the adjective form of the word divide?
A. divisible 
B. dividable 
C. dividible
D. divisable 
E. devisable

15. Let us not ___ your past mistakes.
A. dwell 
B. dwell at 
C. dwell on
D. dwelt 
E. dwell about

16. What is the synonym for the word 'indifferent'?
A. similar 
B. unhappy 
C. apathetic
D. frank
E. not differming

17. What is the noun form of the word 'defer'?
A. difference 
B. deferation
C. defermation 
D. deferment
E. deferming

Choose the correct sentences (Questions 18-19)

18. A. He thinks that she leaving for Sylhet.
B. He thinks that she has left for Sylhet.
C. He will thought that she is leaving for Sylhet.
D. He thought that she is left for Sylhet.
E. He is thinking that she leaves for Sylhet.

19. A. Mary has been on a diet for three weeks.
B. Mary has been on a diet since three weeks.
C. Mary had been on a diet since three weeks.
D. Mary was on a diet since three weeks.
E. Mary is on a diet since three weeks.

20. Find the misspelt word
A. asthma 
B. cholera 
C. dehydration
D. tiphoid 
E. headache

Read the following passage and answer questions 21-25;

The Geographical (ভূগোল-সংক্রান্ত, ভৌগোলিক) Indication (নির্দেশ; চিহ্ন; লক্ষণ; ইঙ্গিত) (GI) Law 2013, the first of its kind in Bangladesh, was enacted (বিধিবদ্ধ করা বা জারী করা) in parliament on Tuesday to protect the patent (প্যাটেন্ট বা স্বত্ত; আবিষ্কার বা আবিষ্কৃত বস্তু নকল থেকে আইনবলে সংরক্ষণ) rights of traditional products. 'Historically, we produce some unique (অনুপম, অদ্ভুত, অদ্বিতীয়, একমাত্র) products naturally that others cannot. The law will ensure the exclusive (একচেটিয়া; স্বতন্ত্র) rights of the products,' said Industries Secretary Mohammad Moinuddin Abdullah. The government has passed the law in compliance (সম্মতি/মিল অনুসারে) with Article-22 of Trade related Aspects of Intellectual Property Rights (যাকে সংক্ষেপে TRIPS বলে). GI is a name or sign used on certain products to certify that they possess certain qualities because they are made as per traditional methods or enjoy a certain reputation (যশ; খ্যাতি; সুনাম) due to their geographical origin. The law will protect the country's claims to commodities (পণ্যদ্রব্য) such as hilsa fish, jamdani sari, nakshikantha and fruits, including pineapple and fazli, a variety of mango, said Mahboob Murshed, who is an advocate of the Supreme Court and a legal expert on GI law This means that the real producers of any particular goods in an area will get the absolute rights to their registered products, he went on to observe (লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা), and added that the law will ensure that customers get genuine (খাঁটি; অকৃত্তিম) products. 

21. Who is the authority to pass/approve GI act in Bangladesh?
A. The Parliament 
B. The Supreme Court
C. The Prime Minister 
D. The Ministry of Commerce
E. The President

22. The phrase 'protect the patent rights of traditional products' can be explained by which of the following phrase?
A. to encourage others to supervise patent rights of
traditional products
B. to effectively thwart others from securing patent
rights of traditional products
C. to ensure that patent rights of traditional products
are safeguarded.
D. to actualize patent rights of traditional products
effectively
E. to realize patent rights of traditional products
comprehensively.

23. The government passed the GI law in compliance
to certify that,
A. The products are made according to some specific
methods and their location
B. The products are made according to some
traditional methods or have an exclusive reputation
and originated from a specific geographical location
C. The products are made according to some random
methods and originated from a specific geographical
location.
D. The products are made in accordance with a very
systematic process and originate from a historical
location.
E. The products possess superior qualities or enjoy a
certain reputation due to their cultural origin.

24. GI law will look out for the interest of
A. The government 
B. The consumers
C. The hoarders 
D. The importers
E. The registered producers

25. The GI law will protect our commodities so that other countries cannot:
A. claim their rights to the products and also the
customers will have access to genuine products.
B. claim their access to the products and so that
customers also can sell the products.
C. deny their authority to the products and the
customers will have access to a diversity of products
D. demand rights to the products and the customers
will strive to buy genuine products
E. offer export privileges to the products and also
give customers the authority to mass produce the
commodities.

Answer Keys: 1.C 2.D 3.B 4.A 5.B 6.D 7.E 8.D 9.B
10.A 11.D 12.B 13.E 14.A 15.C 16.C 17.D 18.B
19.A 20.D 21.A 22.C 23.B 24.B 25.A

ACCOUNTING

1. টাইটান কোম্পানীর সমাপনী মজুত পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর এই ভুলের প্রভাব হবে যথাক্রমেঃ (Titan Company's ending inventory is understated by Tk. 4,000 The effects of this error on the current year's cost of goods sold and net income respectively are):
A. কম প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে, (Understated, Overstated)
B. বেশি প্রদর্শিত হবে, কম প্রদর্শিত হবে, (Overstated, Understated)
C. কম প্রদর্শিত হবে, কম প্রদর্শিত হবে, (Understated, Understated)
D. বেশি প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে, (Overstated, Overstated)
E. বেশি প্রদর্শিত হবে, শূন্যে (Overstated, Zero)

2. নিচের কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় খরচ? (Which of the following is and example of deffered revenue expenditure?)
A. অগ্রপ্রদত্ত ভাড়া (Prepaid rent)
B. অবচয় (Depreciation)
C. প্রারম্ভিক খরচ (Preliminary expenses)
D. ঋণপত্রের উপর বাট্টা (Discount on Debenture)
E. অবলোপন (Amortization)

3. নিম্নের কোন ঘটনাটি হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হয় না? (Which of the following events is NOT recorded in accounting records?)
A. ধারে যন্ত্রপাতি ক্রয় (Equipment is purchased on credit)
B. ব্যবসায় নগদ বিনিয়োগ (A cash investment is made into the business)
C. মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন (The owner withdraws cash for personal use)
D. ধারে বিক্রয় (Sale on Credit)
E. একজন কর্মচারী চাকুরিচ্যুত হলে (An employee is terminated)

4. যদি প্রারম্ভিক মজুতপণ্য ৬০,০০০ টাকা ক্রয়কৃত পণ্যের মূল্য ৩৮০,০০০ টাকা এবং সমাপণী মজুত ৫০,০০০ টাকা; সেক্ষেত্রে বিক্রিতপণ্যর ক্রয়মূল্য হল (If begining inventory is Tk. 60,000, cost of goods purchased is Tk. 380,000 and ending inventory is Tk. 50,000, then the cost of goods sold is).
A. ৩৭০,০০০ টাকা (Tk. 370,000)
B. ৩৩০,০০০ টাকা (Tk. 330,000)
C. ৩৯০,০০০ টাকা (Tk. 390,000)
D. ৪২০,০০০ টাকা (Tk. 420,000)
E. ৩৬০,০০০ টাকা (Tk. 360,000)

5. বকেয়া আয় হল (Accrued revenue are):
A. অর্জিত হওয়ার পূর্বে দায় হিসাবে গ্রহণ করা এবং লিপিবদ্ধ করা হয়
(Received and recorded as liabilities before they are earned)
B. গ্রহণ করার পূর্বে দায় হিসাবে অর্জিত এবং লিপিবদ্ধ হয় (Earned and recorded as liabilities before they are received)
C. অর্জিত হিসেবে দেখান হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে যদিও এখনও গ্রহণ করা হয়নি (Earned and recorded but not yet received)
D. অর্জিত হিসাবে দেখান হয় যা ইতোমধ্যে অর্জিত হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে (Earned and already received as recorded)
E. খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে (Recorded as expenses)

6. ভাড়া হিসাবে ৫,০০০ টাকা ডেবিট জের ছিল। বছর শেষে দেখা যায় যে, এর মধ্যে ২,০০০ টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে নিচের কোন সমন্বয় দাখিলা দিতে হবে? (Rent expense has a debit balance of Tk. 5,000 At the end of the year, it is found that out of the total amount, Tk. 2,000 is related to the next year. Which adjusting entry is related to this)?
A. ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট (Rent account debit, cash account credit)
B. অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট (Prepaid rent account debit, rent credit)
C. নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট (Cash account debit, rent account credit)
D. নগদান হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট (Cash account debit, rent account credit)
E. ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট (Rent account debit, prepaid reant credit)

7. নিচের কোন লেনদেন মালিকানা স্বত্বকে প্রভাবিত করবে না? (Which of the following transactions will NOT affect the owner's equity)?
A. অগ্রিম আয় (Deferred Income)
B. লভ্যাংশ প্রদান (Dividend payment)
C. অগ্রিম আয়কর সমন্বয় দাখিলা (Adjusting entry of
deferred income) D. বকেয়া খরচ প্রদান (Payment of outstanding expenses)
E. সম্পত্তির অবচয় (Depreciation on Fixed Assests)

8. একটি পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয়-কে ক্রয় হিসাবে দেখিয়েছে। এই ভুল সংশোধনের জন্য কি জাবেদা হবে? (A manufacturer of goods showed purchase of machine as increase of purchase account. What would be the correction entry?)
A. ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট (Purchase account debit, Cash account credit)
B. ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট (Purchase account debit, Creditors Credit)
C. যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট (Machine debit, Purchase account credit)
D. ক্রয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট (Purchase account debit, Machine credit)
E. যন্ত্রপাতি হিসাব ডেবিট, সাসপেন্সে হিসাব ক্রেডিট (Machine debit, Suspense credit)

9. নিম্নের কোনটি উৎপাদন পণ্যের ব্যয় নয়? (Which one is NOT a product cost?)
A. মজুরি (Wages)
B. বিজ্ঞাপন ব্যয় (Advertising expenses)
C. কারখানা সুপারভাইজার এর বেতন (Factory supervisor's salary)
D. কারখানা যন্ত্রপাতির অবচয় (Depreciation of factory equipment)
E. কাঁচামাল আমদানির শুল্ক (Import duty on raw materials)

10. বিক্রিত পণ্যের ক্রয় মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের উপর ২০% হারে লাভ হয়ে থাকলে পণ্যের বিক্রয় মূল্য কত? (Given the cost of goods sold Tk. 16,000 and profit margin on sales 20%, then the sales figure is):
A. ২০,১৬০ টাকা (Tk. 20,160)
B. ১৩,৬০০ টাকা (Tk.13,600)
C. ২১,০০০ টাকা (Tk. 21,000)
D. ২১,১৬০ টাকা (Tk. 21,160)
E. ২০,০০০ টাকা (Tk. 20,000)

11. রাজস্ব বলতে কি বুঝায়? (Revenue implies):
A. নগদানের অন্তপ্রবাহ (Inflow of cash)
B. সম্পদের অন্তপ্রবাহ (Inflow of resources)
C. সম্পদের অন্তপ্রবাহ কিন্তু অপরিহার্য ভাবে নগদানে নহে (Inflow of resouces but not nccessisarily eash)
D. সম্পদের অন্তপ্রবাহ, কিন্তু অপরিহার্য ভাবে নগদানে (Inflow of resources and must be in cash)
E. ক্রেতাগণকে পণ্য অথবা সেবা প্রদানের বিনিময়ে সম্পদের অন্তপ্রবাহ কিন্তু অপরিহার্য ভাবে নগদান নহে (Inflow of resources not necessarily cash in exchange of goods or services provided to customer.)

12. একটা ব্যবসা প্রতিষ্ঠানের রেওয়ামিলে নিম্নোক্ত হিসাবগুলো অন্তর্ভুক্ত আছে- দেনাদার ২৫,০০০ টাকা, অগ্রিম প্রদান ১০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা, পাওনাদার ৮,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি ১৫,০০০ টাকা, সমাপনি মজুদ ৮,০০০ টাকা। প্রতিষ্ঠানটির কার্যকরী মূলধন কত? (A business has the following accounts on its Trail Balace: Trade Debtors Tk. 25,000, prepayments Tk. 10,000, Bank Overdraft Tk. 5,000 Trade Creditors Tk. 8,000, Fised Assets Tk. 15,000, closing stock Tk. 8,000. Which of the following is the correct figure for the working capital of the business?)
A. ৪২,০০০ টাকা (Tk. 42,000)
B. ৪৫,০০০ টাকা (Tk. 45,000)
C. ৩০,০০০ টাকা (Tk. 30,000)
D. ৫০,০০০ টাক (Tk. 50,000)
E. ২৮.০০০ টাকা (Tk. 28,000)

13. এনাম এর কাছে প্রদেয় টাকা হারুন এর হিসাবে ডেবিট করা হলে, এটা কি ধরনের ভুল হবে? (An amount to be paid to Enam has been debited to Harun's account. What type of error is this?)
A. বাদ পড়ার ভুল (Error of Omission)
B. নীতির ভুল (Error of Principle)
C. খতিয়ানভুক্তির ভুল (Error of Posting)
D. পরিপুরক ভুল (Compensating Error)
E. লেখার ভুল (Error of Commission)

14. নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কোনটি? (What is the main reason for preparing the statenent of cash flow?)
A. কোম্পানি আইনের সাথে ঐক্যমতের জন্য (To agree with the Company Acts)
B. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য (To show the financial position of the Company)
C. প্রতিষ্ঠানের লাভ-লোকসান জানার জন্য (To show the profit and loss of the Company)
D. নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য (To show the sorces and uses of cash)
E. উদ্বৃত্ত পত্রে নগদের পরিমাণ জানার জন্য (To know the amount of cash to be shown on a balance sheet)

15. নিচের কোন হিসাব সেট এর সাধারণত ক্রেডিট উদ্বৃত্ত থাকে? (Which of the following sets of accounts normally has credit balance?)
A. আয়, মূলধন, সম্পদ (Revenue, Capital, Assets)
B. দায়, মূলধন, ব্যয় (Liabilities, Capital, Expenses)
C. আয়, দায়, মূলধন (Revenue, Liabitics, Capital)
D. সম্পদ, মালিকের উত্তোলন, খরচ (Assets, Owner's Drawings, Expenses)
E. বিক্রয়, মালিকের উত্তোলন, বাট্টা (Sales, Owner's Drawings, Discount)

16. যখন নীট ক্ষতি হয়, আয় বিবরণী -(When a net loss has occured, income summary is)
A. ডেবিট এবং উত্তোলন ক্রেডিট (debited and drawing is credited)
B. ডেবিট এবং মূলধন ক্রেডিট (debited and owner's capital is credited)
C. ক্রেডিট এবং মূলধন ডেবিট (credited and owner's capital is debited)
D. ক্রেডিট এবং অবন্টিত আয় ডেবিট (credited and retained earning is debited)
E. ক্রেডিট এবং উত্তোলন ক্রেডিট (credited and owner's drawing is debited)

17. নিচের কোনটি চলতি দায় নয়? (Which of the following is NOT a curent liability?)
A. প্রদেয় মজুরি (Wages payable)
B. স্বল্পমেয়াদি ঋণ (Short-term loans)
C. প্রদেয় কর (Taxes payable)
D. প্রদেয় বন্ড (Bonds payable)
E. বিবিধ পাওনাদার (Accounts payable)

18. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের 'প্রক্রিয়াজাত মজুত' হিসাবের ডেবিটে লিখিত ব্যয় গুলি হলঃ (In a manufacturing firm, the costs debited to the work-in-process inventory account represent:)
A. ব্যবহৃত প্রত্যক্ষ কাচামাল, প্রত্যক্ষ মজুরি, ও প্রত্যক্ষ খরচ (Direct material used, Direct labor, and Direct expenses)
B. তৈরি পণ্যের উৎপাদন ব্যয় (Cost of goods manufactured) C. কালীন ব্যয় ও উৎপাদন ব্যয় (Period costs and Product costs)
D. এই হিসাবে ডেবিটে লিখিত ব্যয়গুলি কোম্পানি কর্তৃক তৈরি পণ্যের বিশিষ্টতার উপর নির্ভর করে (Costs debited to this account will depend upon the type of products being produced)
E. ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও উৎপাদন উপরি খরচ (Direct material used, direct labor and manufacturing overhead)

19. নিচের কোনটি পরিশোধিত আয়ের অনুপাত (Which of the following is payout ratio?)
A. নগদ লভ্যাংশ/নীট মুনাফা (Cash dividend/Net Income)
B. নীট মুনাফা/নীট বিক্রয় (Net Income / Net Sales)
C. নীট বিক্রয়/ গড় সম্পদ (Net Sales / Average Assets)
D. মোট ঋণ/মোট সম্পদ (Total Debt / Total Assets)
E. নীট আয় / গড় সম্পদ (Net Income/Average Assets)

20. নিচের কোন ধারণা বা নীতি বার্ষিক অবচয় ধার্যকে বর্ণনা করে
(Which Accounting concept or principle describes charging of annual depreciation?)
A. পূর্ণ প্রকাশ নীতি (Full Disclosure)
B. মিলকরণ নীতি (Matching)
C. চলমান ধারণা নীতি (Going Concern)
D. সামঞ্জস্যপূর্ণ নীতি (Consistency)
E. তুলনা যোগ্যতা নীতি (Comparability)

21. একটি মজুত পণ্যের ক্রয় মূল্য ১,২৫০ টাকা ও বাজারমূল্য ১,০০০ টাকা যা বছর শেষে মজুত পণ্যে গননা থেকে বাদ পড়ে গেছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ঐ ব্যবসার মুনাফায় কি ধরনের প্রভাব পড়বে? (What would be the effect of a business's profit of discovering that inventory with a cost of Tk. 1.250 and a net realizable value of Tk. 1,000 had been omitted from the year end inventory?)
A. মুনাফা ১,২৫০ টাকা কমবে (Decrease of profit by Tk. 1,250)
B. মুনাফা ১,২৫০ টাকা বাড়বে (Increase of profit by Tk. 1,250)
C. মুনাফা ১,০০০ টাকা বাড়বে (Increasd of profit by Tk, 1,000)
D. মুনাফা ২৫০ টাকা বাড়বে (Increase of profity by Tk. 250)
E. মুনাফা ১,০০০ টাকা কমবে (Decrease of profit by Tk. 1,000)

22. ক্রয় মূল্য নীতি অনুযায়ী নিচের কোনটি সঠিক?
A. সম্পত্তি সমূহ ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হবে (Assets should be recorded at their cost price)
B. সম্পত্তি প্রাথমিক ভাবে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় এবং বাজার মূল্য পরিবর্তিত হলে সমন্বয় করতে হয় (Assets should be initially recorded at cost and adjusted when the market value changes)
C. ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যাবলী মালিক থেকে আলাদা রাখতে হবে (Activities of an entity are to be kept separate and distinet from the owners')
D. সকল প্রকারের লেনদেন টাকায় প্রকাশ করতে হবে (All transaction must be expressed in terms of money)
E. সম্পদসমূহ বাজারমূল্যে লিপিবদ্ধ করতে হবে (Assets should be recorded at their market price)

23. মোট সম্পত্তি হ্রাস এর কারণ (Total Assets will be decreased by:)
A. স্টক লভ্যাংশ (Stock Dividend)
B. স্টক বিভাজন (Stock Split)
C. নগদ লভ্যাংশ (Cash Dividend)
D. সম্পত্তি ক্রয় (Purchase of Assets)
E. বিক্রয় ফেরত (Sales Return)

24. যদি অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হয় তবে- (If the adjusting entry for uncarned revenue is not given then-)
A. সম্পত্তি বেশী দেখান হবে (Assets will be overstated)
B. আয় বেশী দেখান হবে (Revenue will be overstated)
C. ব্যয় বেশী দেখান হবে (Expenses will be overstated)
D. মূলধন বেশী দেখান হবে (Capital will be overstated)
E. দায় বেশী দেখান হবে (Liabilities will be overstated)

25. মূলধন জাতীয ব্যয় কোথায় দেখান হয়? (Where will you report the capital expenditure?)
A. ক্রয়-বিক্রয় হিসাব (Trading Account)
B. লাভ-লোকসান হিসাব (Profit and Loss Account)
C. উদ্বর্তপত্রের দায় পার্শ্বে (Liability side of Balance Sheet) 
D. উদ্বর্তপত্রের সম্পত্তি পার্শ্বে (Asset side of Balance Sheet)
E. উপরের A এবং B উভয়ই (Both A and B above)

Answer Keys: 1.B 2.A 3.E 4.C 5.C 6.B 7.D 8.C 9.B
10.E 11.E 12.C 13.C 14.D 15.C 16.C 17.D 18.E 19.A
20.C 21.C 22.A 23.C 24.E 25.D

ব্যবসায় নীতি (PRINCIPLES OF BUSINESS)

1. নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়? (Which of the following is not an clement of scientific management?)
A. প্রমিতকরণ (Standardization)
B. মিতব্যয় (Economy)
C. নিয়ন্ত্রণ (Controlling)
D. আর্থিক প্রণোদনা (Financial incentive)
E. কার্য বিশ্লেষণ (Job analysis)

2. নিচের কোনটি একক ব্যবহারের পরিকল্পনা? (Which one of the following is not an single use plan?)
A. নীতি (Policy)
B. পদ্ধতি (Economy)
C. আইন/নিয়ম (Controlling)
D. কর্মসূচী (Program)
E. রণকৌশল (Strategy)

3. একটি পণ্যের একক প্রতি ব্যয় কখন হ্রাস পায়? (When does the cost per unit of a product decrease?)
A. পণ্য উন্নয়ন স্থরে (Development stage)
B. সূচনা স্তরে (Introduction stage)
C. প্রবৃদ্ধি স্তরে (Growth stage)
D. পূর্ণতা স্তরে (Maturity stage)
E. পতন স্তরে (Declining stage)

4. পাঁচ বৎসরের অধিক সময় ব্যবহারযোগ্য পরিকল্পনা সমূহকে বলেঃ (The plans used for more than five years are called:)
A. স্বল্প মেয়াদী পরিকল্পনা (Short-term plan)
B. দীর্ঘ মেয়াদী পরিকল্পনা (Long-term plan)
C. একবার ব্যবহারযোগ্য পরিকল্পনা (Single use plan)
D. দুইবার ব্যবহারযোগ্য পরিকল্পনা (Double use plan)
E. পঞ্চবার্ষিক পরিকল্পনা (Five-year plan)

5. ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? (Which one is the last step of management control?)
A. মান নির্ধারণ (Setting standards)
B. সম্পাদিত কার্য মূল্যায়ন (Performance evaluation)
C. সম্পাদিত কার্য তুলনাকরণ (Comparing performance)
D. সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ (Taking corrective actions)
E. শাস্তি প্রদান (Punishment)

6. বর্তমান সরকারের বিগত চার বছরের সময়কালে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ উন্নীত করার জন্য কত ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে? (How many units of electricity have been generated to double the production of electricity during the last four years under the current government?)
A.৬,০০০ মেগাওয়াট (6.000 MW)
B. ৭,০০০ মেগাওয়াট (7.000 MW)
C. ৮,২৫০ মেগাওয়াট (8.250 MW)
D. ৮.৫০০ মেগাওয়াট (8.500 MW)
E. ৭,৫০০ মেগাওয়াট (7.500 MW)

7. অনবরত বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও নিচের জি.ডি.পি-এর কোন গড় হার বাংলাদেশ বিগত চার বছরে ধারাবাহিক ভাবে অর্জনে সক্ষম হয়েছে? (In the last four years under continuing world economic crisis, which of the following has been the average growth rate of GDP (Gross Domestic Product) achieved by Bangladesh?) 
A. ৫% (5%)
B. ৫.৫% (5.5%)
C. ৬% (6%)
D. ৬.৫% (6.5%)
Ε. 9% (7%)

8. নিচের কোনটি জাহাজি দলিল নয়? (Which one is not a shipping document?)
A. বহনপত্র বা চালানি রসিদ (Bill of lading)
B. চালান (Invoice)
C. বিনিময় বিল (Bill of exchange)
D. পণ্য উৎপত্তিপত্র (Certigicate of origin)
E. ফরমায়েশ পত্র (Indent)

9. প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে না? (From which of the following sources can a private company not collect fund?)
A. শেয়ার বিক্রয় (Selling shares)
B. ঋণপত্র (Debenture)
C. বাণিজ্যিক ব্যাংক (Commercial bank)
D. সদস্য (Members)
E. রাষ্ট্রীয়ত্ত বাণিজ্যিক ব্যাংক (Nationalized commercial bank)

10. নিচের কোনটি হেনরি ফেওল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি নয়? (Which one of the following is not a principle of
management given by Henry Fayol?) 
A. কার্যবিভাজন (Division of labour)
B. আদেশের ঐক্য (Unity of command)
C. নিয়ন্ত্রণ (Controlling)
D. কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ (Controlling)
E. শৃংখলা (Order)

11. একটি ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে? (Who rtakes the risks necessary to organize and manage a business organization?) 
A. ব্যবস্থাপক (Manager)
B.ঋণ গ্রহীতা (Borrower)
C. উদ্যোক্তা (Entrepreneur)
D. ব্যাংকার (Banker)
E. দালাল (Broker)

12. সমবায় সমিতির একজন সদস্যের শেয়ার কেনার সর্বোচ্চ সীমা হলঃ (The maximurn limit for buying shares by a member of a cooperative society is:)
A. ৬,০০০ টাকা (Taka 6,000)
B. মোট মূলধনের ১৫% (15% of tatal capital)
C. মোট মূলধনের ২৫% (25% of total capital)
D. মোট মূলধনের ১০% (20% of total capital)
E. সীমা নাই (No limit)

13. পৌর এলাকায় একমালিকানা ব্যবসা পরিচালনা করতে কোন দলিলটি সংগ্রহ করতে হয়? (Which is the document required to operate a sole proprietorship business in municipal area?)
A. আয়কর সনপত্র (Certificate of income taz)
B. স্মারক লিপি (Memorandum of Association)
C. ট্রেড লাইসেন্স (Trade license)
D. পরিমেল নিয়মাবলী (Article of Association)
E. মিউনিসিপ্যাল রেজিস্ট্রেশন সাটিফিকেট (Municipal registration certificate) 

14. নিচের কোন ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম 'Q-cash' চালু করে? (Which of the following banks first launched 'Q-Cash' in Bangladesh?)
A. সোনালী ব্যাংক লিঃ (Sonali Bank Ltd.)
B. অগ্রণী ব্যাংক লিঃ (Agrani Bank Ltd.)
C. জনতা ব্যাংক লিঃ (Janata Bank Ltd.)
D. প্রাইম ব্যাংক লিঃ (Prime Bank Ltd.)
E. এইচ. এস.বি.সি.লিঃ (HSBC Ltd.)

15. নিচের কোনটি চেকের সাথে জড়িত পক্ষ নয়? (Which of the following is not a party to a cheque?)
A. আদেষ্টা (Drawer) 
B. আদিষ্ট (Drawee)
C. প্রাপক (Pavee) 
D. অনুমোদন বলে প্রাপক (Endorsee)
E. পাওনাদার (Creditor)

16. পৃথিবীর প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংকের নাম (The name of the oldest central bank in the world is:)
A. ব্যাংক অব ইংল্যন্ড (Bank of England)
B. ব্যাংক ডি ফ্রান্স (Banque de France)
C. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (Reserve Bank of India)
D. ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ইউ এস এ (Federal Reserve Bank of USA)
E. ব্যাংক অব জাপান (Bank of Japan)

17. বাংলাদেশ MDG (Millennium Development Goals)-এর কোন লক্ষ্য অর্জনের জন্য সম্প্রতি পুরস্কৃত হয়েছে? 
A. শিশু মৃত্যু হার হ্রাসকরণের জন্য (Reducing child mortality rate)
B. সকলের জন্য শিক্ষা নিশ্চিতকরণের জন্য (Ensuring education for all)
C. দারিদ্র ও ক্ষুধা সমূলে উৎপাটন করার জন্য (Eradicating extreme poverty and hunger)
D. মানসিক ও শারিরীক সুস্বাস্থ্য উন্নয়নের জন্য (Improving maternal and physical health)
E. পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য (Ensuring environmental sustainability)

18. বাংলাদেশের বীমা কোম্পানীগুলোর জন্য কোন রেটিং পদ্ধতি প্রচলিত আছে? (What is the prevalent rating system for insurance companies in Bangladesh?)
A. সি.এ.এম.ই. এল. (CAMEL)
B. ইউ.এফ. আই. আর. এস. (UFIRS)
C. এস এন্ড পি (S & P)
D. সি. এ. আর. এ. এম. ই. এল. (CARAMEL)
E. এফ. আই, আর. এস. (FIRS)

19. 'মৃত্যুহার পঞ্জি' সর্বপ্রথম প্রস্তুত করেন কে? (Who prepared the 'Mortality Table' for the first time?)
A. এডমন্ড হ্যালী (Edmond Halley)
B. এম. এন. মিশ্র (M.N. Misra)
C. আর.এস. শর্মা (R.S. Sharma)
D. পি.এইচ. কলিন (P.H. Colin)
E. লর্ড হার্শেল (Lord Herschell)

20. SWIFT কী? (What is SWIFT?)
A. একটি ব্যাংক সমিতি (A bank association)
B. একটি পরিশোধ পদ্ধতি (A payment method)
C. ক্রেডিট রেটিং পদ্ধতি (A credit rating method)
D. একটি ব্যাংকিং সিষ্টেম (A banking system)
E. ব্যাংক দুর্দশা পূর্বাভাষ নিরুপণ পদ্ধতি (A bank distress prediction model)

21. রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? (Which of the following is affected by changes in
the reserve ratio?) 
A. মূলধন গঠন (Capital formation)
B. বৈদেশিক মুদ্রার মজুত (Foreign currency reserve)
C. সম্পদের বণ্টন (Distribution of wealth)
D. ঋণ প্রদান ক্ষমতার সম্প্রসারণ (Capcity of extending credit)
E. সরকারী রাজস্ব নীতি (Government fiscal policy)

22. নিচের কোনটি বিনিময় হার উঠা-নামার কারণ নয়? (Which of the following is not a cause for the fluctuation in
the rate of exchange?)
A. ব্যাংকিং নীতি (Bangking policies)
B. সরকারি নীতি (Government policies)
C. মূলধনের প্রবাহ (Capital movement)
D. ব্যবসায়িক অবস্থার পরিবর্তন (Change in trade conditions)
E. প্রাকৃতিক দুর্যোগ (Natural calamity)

23. মিউটিলেটেড চেক কাকে বলে? (What is a Mutilated Cheque?)
A. ভবিষ্যৎ তারিখের চেক (Post-dated cheque)
B. দুই বা ততোধিক অংশে বিচ্ছিন্ন চেক (Cheque torn into two or more pieces)
C. তারিখ বিহীন চেক (Cheque without date)
D. জালিয়াতি চেক (Forged Cheque)
E. স্বাক্ষরবিহীন চেক (Cheque without signature)

24. নিচের কোন পদ্ধতির বিমায় বীমাগ্রহীতা ও বীমাকারী উভয়ই বীমা কোম্পানী? (Under which of the following category of insurance are both the insurer and the insured insured insurance companies?) 
A. সহ-বীমা (Co-insurance)
B. পুনঃবীমা (Re-insurance)
C. যুগ্মবীমা (Joint insurance)
D. গোষ্ঠী বীমা (Group insurance)
E. সাধারণ বীমা (General insurance)

25. বীমাযোগ্য স্বার্থের উপস্থিতি জীবন বীমার কোন পর্যায়ে থাকা বাধ্যতামূলক? (At which stage is the existence of
insurable interest in life insurance must?)
A. ক্ষতির সময় (At the time of loss)
B. আবেদনের সময় (At the time of application)
C. সমগ্র পলিসি চালুকালীন সময় ব্যপিয়া (Throughout the duration of the policy)
D. বীমা গ্রহীতার মৃত্যুর সময় (At the time of death of the policy holder) 
E. বীমা দাবী পরিশোধের সময় (At the time of payment of a claim)

Answer Keys: 1.C 2.D 3.D 4.B 5.D 6.C 7.D 8.E 9.A
10.C 11.C 12.D 13.C 14.A 15.E 16.A 17.A 18.D
19.A 20.B 21.D 22.E 23.E 24.B 25.B


সর্বশেষ সংবাদ